সার্কিট হাউজে বৃষ্টি উপেক্ষা করে রাজ্যপালের সঙ্গে দেখা করতে এলেন জেলার সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা। শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। রাজ্যপাল কোচবিহার নিয়ে বার্তা দেওয়ার পরই শনিবার সকালে সার্কিট হাউজে ভিড় বিরোধী দলের নেতাদের।
সূত্রের খবর, বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করার পর বেসরকারি হাসপাতালে যাবে। রাজনৈতিক সন্ত্রাসে আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর দিনহাটার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর কোচবিহারে ২ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি ৬ বার গুলি চলেছে। অশান্ত দিনহাটা, শীতলখুচি। শনিবার দিনহাটার উপদ্রুত এলাকা ঘুরে দেখতে পারেন রাজ্যপাল।