বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal arrested)। তাঁকে ইতিমধ্যেই ১৪ দিনের সিবিআই হেফাজতে (CBI arrested Anubrata Mandal) রাখার নির্দেশ দিয়েছে আদালত। আর এই গ্রেফতারির পরেই রাজ্যের বিভিন্নপ্রান্তে দলীয় পতাকা হাতে নিয়ে শুরু হয়েছে বিরোধী বাম ও বিজেপির কর্মী-সমর্থকদের উল্লাস (Oppositon parties celebrated)। কোথাও ঢাক-ঢোল নিয়ে, কোথাও নকুলদানা নিয়ে বিক্ষোভ প্রদর্শনও করা হয়।
বৃহস্পতিবার আদালত চত্বরে তৃণমূল নেতাকে (Anubrata Mandal arrested) নিয়ে আসার খবর পেয়ে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন বাম-বিজেপি সহ বিভিন্ন বিরোধীরা। দলীয় পতাকা নিয়েই স্লোগান (CBI arrested Anubrata Mandal) দিতে দেখা যায় বিভিন্ন বিরোধী দলে কর্মী-সমর্থকদের। এর পাশাপাশি অনুব্রতর উদ্দেশে উড়ে আসে 'চোর-চোর' স্লোগান। দেখানো হয় জুতোও।
আরও পড়ুন: আদালতের নির্দেশে ২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে অনুব্রত, রাতেই আনা হবে কলকাতায়
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ অনুব্রত মণ্ডলকে- (Anubrata Mandal arrested CBI) তাঁর বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে তুলে নিয়ে যায় সিবিআই। সেখান থেকে দুর্গাপুরের পথে রওনা দেয় কনভয়। সেখান থেকে গাড়ি পৌঁছয় কুলটিতে ইসিএলের শীতলপুর গেস্ট হাউসে। এখানেই সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প। সিবিআই সূত্রে খবর, সেখানে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতকে (CBI arrested Anubrata Mandal)। এরপরই সেখান থেকে আসানসোল সিবিআই আদালতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারীরা। গাড়ি থেকে নামিয়ে আদালতের ভিতরে ঢোকানো হয় বীরভূমের ‘কেষ্ট’কে।