আদানী গোষ্ঠী-হিন্ডেনবার্গ ইস্যুতে বাকিরা সোচ্চার হলেও এখনও তৃণমূলের(TMC on Adani-Hindenburg Issue) তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু শেয়ারে পতন ঘটলে বাংলায় আদানীদের একাধিক প্রকল্পের কী হবে, এবার তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। তাজপুরের বন্দর এবং দেউচা পাচামির খনি প্রকল্পে বিনিয়োগের জন্য উৎসাহিত আদানি গোষ্ঠী। এমনকি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদানীদের উপস্থিতির কথা সোচ্চারে ঘোষণা করেছিল রাজ্য সরকার(West Bengal Govt.)।
এবার আদানি গোষ্ঠীর শেয়ার সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই রাজ্য সরকার-আদানী গোষ্ঠীর সম্পর্ক নিয়ে সরব হয়েছে সিপিএম(CPIM on Adani-Hindenburg Issue)। এমনকি, রাজ্যে আসন্ন শিল্প সম্ভাবনা নিয়েও যথেষ্ট আশঙ্কিত বামেরা। আদানি-কাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছে সিপিএম। অন্যদিকে, সংসদকক্ষে বিরোধীদের দাবিকেই এখানে হাতিয়ার করেছে বঙ্গ বিজেপি(BJP on Adani-Hindenburg Issue)।
মূলত প্রচুর গ্রানাইটের সন্ধান মেলার কারণেই দেউচা পাচামিতে(Adani Group on Deucha Pachami) আগ্রহী হয় আদানীরা। পাশাপাশি, কৃষিভিত্তিক শিল্পেও আদানিদের আগ্রহ আছে। আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের প্রকল্পেও এই গোষ্ঠীই যুক্ত রয়েছে। কিন্তু শেয়ারে পতনের ফলে এইসব প্রকল্পের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েই এখন প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধীরা।