পশ্চিমবঙ্গের ভোট পর্বে রক্ত ঝড়বে না এমনটা হয় না। কিন্তু এবছর রাজ্য রাজনীতিতে ভোটপর্বের শুরুটা অন্যান্য বছরের তুলনায় অন্যরকম ছিল । পঞ্চায়েত ভোটের ঘোষণার দিন থেকেই একের পর এক হিংসা এবং রাজনৈতিক মৃত্যুর খবর শিরোনামে উঠে এসেছে। মনোনয়ন পর্বেও দেখা দিয়েছে সেই একই ছবি। ভোটের দিনও উত্তর থেকে দক্ষিণ মৃত্যু মিছিল সর্বত্র। শনিবারের সন্ধে পর্যন্ত নির্বাচনের বলি ১৭ জন। তারমধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে মৃতের সংখ্যা ৬। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২১ শতাংশ।
শনিবার সকালে ভোট শুরু হতেই অশান্তির ছবি দেখা গেল বিভিন্ন জেলায় । সকাল সকাল উত্তেজনা ছড়ায় জ্যাংগড়া হাতিয়ারা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় । সেখানে যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী ১২ নম্বর সুসংগত শিশু বিকাশ কেন্দ্রের ২৭১ ও ২৭২ নম্বর বুথে সিপিএম ও বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । বুথের ভিতর ভাঙচুর করা হয় । বুথ ছেড়ে পালান প্রি সাইডিং অফিসার । তিনি জানান, ভোটের জন্য নিজের জীবন বাজি রাখতে পারবেন না ।
এরপরই ভাইরাল হয় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের ছবি । সেখানে নির্দল প্রার্থী অরিজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান এক যুবক । যদিও, তা লক্ষ্যভ্রষ্ট হয় । প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে নির্দল প্রার্থীর পিছনে ছুটতে দেখা যায় তাঁকে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তি আরও বাড়তে থাকে । কোথাও দেখা যায় ব্যালাট বক্স ভেঙে ফেলা হচ্ছে, ব্যালট পেপার জলে ফেলে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে । আবার দেখা গেল, ব্যালট বক্স বুকে যখের ধনের মতো আগলে রাস্তা দিয়ে ছুটছেন এক যুবক । যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে ।
এসবের মাঝেই নির্বাচন চলাকালীন ধরা পড়ল এক অন্য ছবি । বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখা যায়,সুকান্তের কাছে তাঁকে বাঁচানোর আর্তি জানাচ্ছেন রাজ্য পুলিশের এক কর্মী । এদিকে,বারবার প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনী কোথায় ? অভিযোগ শনিবার বহু বুথে দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীকে । কেন্দ্রীয় বাহিনীর নিস্ক্রিয়তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখনই নদিয়ায় গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । এদিন সকালে হাতিশালা অঞ্চলে ভোট বানচাল করতে একাধিক বোমা পড়ার অভিযোগ ওঠে। তার পাল্টা হিসাবে ১৫ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এদিকে, পঞ্চায়েত নির্বাচনে যখন রক্তাক্ত বাংলা, তখন পুরুলিয়ায় কার্যত শান্তিতেই ভোট মিটল ।
আরও পড়ুন, Panchayat Election 2023: পঞ্চায়েত হিংসায় মৃত্যুতালিকায় শীর্ষে মুর্শিদাবাদ, গুলিবিদ্ধ আরও ২৪
রাজ্যে পঞ্চায়েত ভোটের যাঁরা বলি হয়েছেন, তাঁর মধ্যে ৯ জন শাসকদলের । দুইজন সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে । ৩ জন বিজেপির । তিন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে ।
সন্ধে পর্যন্ত কোন জেলায় কত মৃত্যু
মুর্শিদাবাদ - ৬
কোচবিহারে - ৩
উত্তর দিনাজপুর - ৩
পূর্ব বর্ধমান - ২
মালদহ - ১
উত্তর ২৪ পরগনা - ১
দক্ষিণ ২৪ পরগনা - ১
রাজ্যজুড়ে হিংসার ঘটনায় কী বলছে কমিশন থেকে রাজনৈতিক দলগুলি ?
পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগে মিছিল করেছে বামফ্রন্ট । শনিবার বিকালে প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে শুরু করে কমিশনের দফতর পর্যন্ত মিছিল করে তাঁরা । নির্বাচন চলাকালীন টুইট করে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, রাজীব সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়াটে খুনি। মমতার কথা মতো রাজীব সিনহা রাজ্যে অশান্তি পাকাচ্ছে বলে অভিযোগ তাঁর । একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু । এদিকে, তৃণমূল বলছে, কোনও হিংসার ঘটনা ঘটেনি। গণতন্ত্রের উৎসব চলেছে বলে দাবি তাঁর । অশান্তি পাকিয়েছেন বিরোধীরাই ।
হিংসার দায় এড়াচ্ছে নির্বাচন কমিশন । রাজীব সিনহা জানিয়েছে, রাজ্যে শান্তি রক্ষার দায়িত্ব রাজ্য সরকারেরই ।