শিয়ালদহ মেইন এবং উত্তর শাখায় আগামী রবিবার পর্যন্ত ৯০ টি ট্রেন বাতিল। অফিসযাত্রী-দের জন্য চলাচলের বড় একটা মাধ্যম শিয়ালদহ। ট্রেন বাতিল হওয়ায় শুক্রবার বেজায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা। সমস্ত ট্রেন ঠিক মতো না চলায়, যে ট্রেনগুলি চলছে তাতে তিল ধারণের জায়গা নেই। প্রতিটি স্টেশনেই উপচে পড়ছে ভিড়। ভিড়ের জেরে অনেকেই ট্রেনে উঠতে নামতেও পারছেন না বলে অভিযোগ। এর জেরে বিকল্প খুঁজে গন্তব্যে পৌঁছতে হচ্ছে যাত্রীদের।
এদিকে স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের অভিযোগ, কোন ট্রেন বাতিল, কোন ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে তা নিয়ে রেলের তরফে ঠিক মতো তথ্য জানানো হচ্ছে না। ভিড়ের চাপে ট্রেন থেকে যাত্রী পড়ে গিয়েছেন বলেও জানা গিয়েছে। কোথাও কোথাও ট্রেন দাঁড়ালে ঘন্টা খানেকের আগে ছাড়ছে না বলে অভিযোগ।
শুক্রবার সকাল থেকেই শিয়ালদহ মেন এবং উত্তর শাখায় অনেক ট্রেন চলছে না। আবার কোনও কোনও ট্রেন দমদম অবধি এসে আর এগোচ্ছে না। এমতাবস্থায় বেজায় ভোগান্তির মুখে যাত্রীরা। স্টেশন থেকে বেরিয়ে রোদে গরমে পুড়ে বাস অটো করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে যাত্রীদের।
WBCS Exam: হাইকোর্টের OBC-রায়ে আপত্তি, থেমে গেল WBCS পরীক্ষার প্রক্রিয়া
উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। ফলে বহু ট্রেন বাতিল হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদলাবে। শহরতলির লোকাল ট্রেনের যাত্রিধারণ পরিকাঠামো বৃদ্ধি সংক্রান্ত কাজের জন্যই এমন পদক্ষেপ। আপাতত জানা গিয়েছে , সব মিলিয়ে ৮৮টি ট্রেন বাতিল হবে৷