কয়েকদিন আগে বেলঘরিয়ার এক গাড়ি ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই এবার এক বিরিয়ানি ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চেয়ে হুমকি ফোন করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরে। ওই ব্যবসায়ীর নাম অনির্বাণ দাস। ডি বাপি নামে ব্যারাকপুর এবং মধ্যমগ্রামে তাঁর ২টি রেস্তরাঁ রয়েছে।
অনির্বাণ দাস জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় দুই বাইক আরোহী তাঁর পিছু নেয়। সঙ্গে সঙ্গে তিনি রাস্তায় উপস্থিত পুলিশের কাছে আশ্রয় নেন তিনি। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ওই দুই বাইক আরোহী পালিয়ে যায়। তাঁর অভিযোগ, ২০ লাখ টাকা তোলা চেয়ে তাঁর কাছে ইতিমধ্যে ফোন এসেছিল। এবং টাকা না দিলে মধ্যমগ্রামের রেস্তরাঁয় গুলি চালানোরও হুমকি দেওয়া হয়।
২০২২ সালের ১৬ মে বাইক করে তিন দুষ্কৃতী গুলি চালিয়েছিল অনির্বাণ দাসের ব্যারাকপুরের একটি রেস্তরাঁয়। প্রায় ৭ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় দোকানের এক কর্মী এবং একজন ক্রেতা আহত হন। ওই ঘটনার প্রায় ২ বছর পর ফের হুমকি ফোন আসায় রীতিমতো আতঙ্কে ওই ব্যবসায়ী। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।