বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লায়েকবাঁধের কৃষকরা পড়েছেন বেজায় সমস্যায়। বিঘের পর বিঘে ধান নষ্ট হয়ে যাচ্ছে তাঁদের। পাকাধানে কি পোকা লাগল নাকি অন্য কোনও কারণ, তা এখনও স্পষ্ট নয়৷ বড় অংকের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
কৃষকরা বলছেন, ধান কাটার সময় ধান শুকিয়ে পরিণত হচ্ছে আখড়ায়। ধান গাছও ঝলসে শুকিয়ে যাচ্ছে নিমেশে। গ্রামের প্রায় ৪০০০ একর ধান জমির মধ্যে ৮০ শতাংশ ধান ক্ষতিগ্রস্ত।
Tota Roychowdhury: হিন্দিতে পরপর কাছের মাঝে কেন বাংলায় ছুটে আসেন টোটা? কার জন্য?
এমন সমস্যা এর আগে কখনও হয়নি৷ লায়েকবাঁধ ছাড়াও আশেপাশের অর্জুনপুর, কাউবাসা এলাকার কৃষকদের একাংশও ভুগছেন এই সমস্যায়। অধিকাংশ কৃষকই ঋণ করে চাষ করেন। এত বড় ক্ষতির পরে ঋণ ও মহাজনদের টাকা পরিশোধ করবেন কীভাবে তা ভেবে মাথায় হাত কৃষকদের।
কৃষি দফতর ওই এলাকা পরিদর্শন করে গেলেও তাঁদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ কৃষকদের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কৃষি দফতর মনে করছে বাদামী শোষক পোকার আক্রমণে ধানের এই ক্ষতি হয়েছে। বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জানিয়েছেন, কৃষকরা যাতে বিমার টাকা পেয়ে যান সেই ব্যবস্থা করা হবে।