আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়েছে 'পদ্মশ্রী' (Padmasree) পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মঙ্গলাকান্ত রায়ের। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে জলপাইগুড়িতে। ক্ষোভ প্রকাশ করেছেন খোদ সঙ্গীতশিল্পী।
তাঁর অভিযোগ, আবাস যোজনার প্রথম তালিকায় তাঁর নাম থাকলেও দ্বিতীয় তালিকায় তাঁর নাম নেই। যদিও এই বিষয়ে প্রশাসন জানিয়েছে, মঙ্গলাকান্ত রায় ইতিমধ্যেই এই প্রকল্পে বাড়ি পেয়েছেন। সেই কারণেই তিনি দ্বিতীয়বার বাড়ি পেতে পারেন না।
আরও পড়ুন - দিদির সুরক্ষা কবচের মিউজিক ভিডিয়ো উদ্বোধন, ভাইরাল মুহূর্তেই
২০১৭ সালে বঙ্গরত্ন পুরস্কার পেয়েছিলেন সংগীতশিল্পী মঙ্গলাকান্ত রায়। রাজবংশী সম্প্রদায়ের জন্য সরকারি প্রকল্পে বাড়িও পান সংগীতশিল্পী। সেই বাড়িতেই থাকেন তিনি। এলাকার বিডিও শুভ্র নন্দী জানিয়েছেন, 'সরকারি প্রকল্পের আওতায় একবার বাড়ি পেয়েছেন। শর্ত অনুযায়ী একবার বাড়ি পেয়ে গেলে দ্বিতীয় বার পাবেন না।'