পল্লবীর (Pallavi Dey Death Update) মৃত্যুর ঘটনায় একের পর এক নতুন তথ্য উঠে আসছে । ইতিমধ্যেই পল্লবীর পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । বুধবার সকালে গরফা থানায় উপস্থিত হন পরিচারিকা (Pallavi Dey's Maid) সেলিমা সর্দার । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন সেলিমা । তাঁর দাবি, ঐন্দ্রিলা একাধিকবার পল্লবীদের ফ্ল্যাটে এসেছেন । মাঝে মাঝে পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে থাকতেন ঐন্দ্রিলা । এই একই কথা তিনি পুলিশকে জানিয়েছেন ।
সেলিমা পুলিশকে জানিয়েছেন, ইদের দিন ঐন্দ্রিলা ফ্ল্যাটে এসেছিলেন । পল্লবী কাজে বেরিয়ে যাওয়ার পর ফ্ল্যাটেই ছিলেন ঐন্দ্রিলা । সেদিন সাগ্নিক ও ঐন্দ্রিলা গোটা দিন ফ্ল্যাটেই ছিলেন । পল্লবী না থাকাকালীন ঐন্দ্রিলা দুবার ফ্ল্যাটে এসেছিলেন বলে দাবি পরিচারিকার । সেলিমা জানিয়েছেন, গত শুক্র এবং শনিবার ফ্ল্যাটে পার্টির আয়োজন করা হয় । সাগ্নিকের ৭-৮ জন বন্ধু পার্টিতে ছিলেন । ঐন্দ্রিলাও ওই পার্টিতে উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন, Pallavi Dey Death: পল্লবীর আগে আরও এক বান্ধবীর অকালমৃত্যু, তদন্তে নাম জড়াল সাগ্নিক চক্রবর্তীর
পুলিশ, পল্লবীর ফোন ঘেঁটে জানতে পেরেছিল, পরিচারিকাকেই শেষ ফোন করেছিলেন অভিনেত্রী । এদিন এই বিষয়ে, সেলিমা জানান, ঘটনার দিন, রবিবার তাঁকে নিয়ে সাঁতরাগাছির বাড়িতে যাওয়ার কথা ছিল পল্লবীর । সেই বিষয়ে রবিবার সকালে পল্লবীর সঙ্গে কথা হয় তাঁর । সেলিমা ফোনে পল্লবীকে জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না । এই নিয়ে ফোনে দু’বার পল্লবীর সঙ্গে তাঁর কথা হয় । সেলিমা যেতে পারবেন না শুনে পল্লবী রেগেও যান । এর পর দুপুরবেলায় অন্য এক পরিচারিকা মারফৎ পল্লবীর মৃত্যুর খবর পান সেলিমা ।
সেলিমার দাবি, পল্লবী ও সাগ্নিকের মধ্যে প্রায়ই অশান্তি । তবে কী নিয়ে অশান্তি হত, সেই বিষয়ে কিছু বলতে পারেননি সেলিমা । তবে দুজনের মধ্যে যে সব ঠিকঠাক ছিল না, সেলিমার কথায় তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।