লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী বিবাহিত। সে সম্পর্কে বহু পরে জেনেছিলেন টেলি-অভিনেত্রী পল্লবী দে। এবার বিস্ফোরক দাবি করলেন পল্লবীর বাবা। পল্লবীর বাবা নীলু দে'র অভিযোগ, পল্লবীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে বিবাহিত ছিলেন সাগ্নিক। নিজের পুরনো বিবাহিত সম্পর্ককে পাশে রেখেই নতুন সম্পর্কে জড়ান পল্লবীর লিভ-ইন পার্টনার।
পল্লবীর বাবার দাবি, লিভ-ইন সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রীর এক বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাগ্নিক চক্রবর্তী। পল্লবীর অনুপস্থিতিতে সেই বান্ধবীর যাতায়াতও নাকি ছিল তাঁদের গড়ফার ফ্ল্যাটে। সম্ভবত সে সম্পর্কে জেনে গিয়েছিলেন পর্দার ‘গৌরী’। সেই থেকেই মনোমালিন্য শুরু। জানা গেছে, ঝগড়ার পাশাপাশি পল্লবীর গায়েও হাত তুলতেন তাঁর লিভ-ইন সঙ্গী।
তবে কী এই টানাপোড়েনের জেরেই চরম পদক্ষেপ নিলেন পল্লবী? উঠছে প্রশ্ন। কাছের মানুষ একাধিক পরকীয়া সম্পর্কই কি আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল সম্পর্কে বীতশ্রদ্ধ পল্লবীকে? এই বিষয়ে মুখ খুলছেন না কেউই। তবে টলিপাড়ায় গুঞ্জন, ইদানীং নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন পল্লবী। সম্পর্কের বন্ধন তাঁর দমবন্ধ করে দিচ্ছিল, এমনটাও জানিয়েছিলেন নায়িকা, এমনটাই দাবি টলিপাড়ার।