ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলপি। রামনগর-গাজিপুর পঞ্চায়েতের বুলারচকএ আইএসএফ প্রার্থী জিততেই তৃণমূল- এবং আইএসএফের সংঘর্ষে অগ্নিগর্ভ গোটা এলাকা।
অভিযোগ, একে অপরকে লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো বোমাবাজি চলে। ছোড়া হয় ইট-পাটকেল। এই সংঘর্ষে আইএসএফ ও তৃণমূল মিলিয়ে ১০ জনেরও বেশি আহত। আক্রান্ত হয়েছেন বিজয়ী আইএসএফ প্রার্থীর স্বামী মইমুর লস্কর সহ ৭ কর্মী-সমর্থক।
আরও পড়ুন - শুভেন্দু দাপট উধাও? নন্দীগ্রাম বিধানসভায় ১০ হাজার ভোটে এগিয়ে TMC