গ্রাম বাংলার রায়ে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতেও ব্যাপক দাপট রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। বেশি রাত পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে রাজ্যের ২০টি জেলার অধিকাংশ জেলা পরিষদের আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। এর মধ্যে বেশ কয়েকটি আসন তারা দখলও করেছে। জেলা পরিষদেও দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। ভালো ফলের আশায় লড়াই করছে বাম কংগ্রেস জোটও।
মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েতে ব্যালট বাক্স খোলা হলে ধীরে ধীরে নিজেদের আধিপত্য কায়েম করতে থাকে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাতের মধ্যেই তারা পেরিয়ে যায় তিরিশ হাজারের গন্ডি। অনেকটা পিছিয়ে থাকলেও গত পাঁচ বছরের তুলনায় দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় ফুটেছে পদ্ম ফুল। যার মধ্যে উল্লেখযোগ্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও সাগর।তবে রাজনৈতিক মহলের দাবি এই পঞ্চায়েত নির্বাচনে চমকের নাম ISF।
কলকাতা সংলগ্ন ভাঙড়ে গ্রাম পঞ্চায়েত জেতায় তাদের হাত শক্ত করেছে জমি রক্ষা কমিটি। পোলেরহাট ২ নম্বরে ISF জিতেছে শুধুমাত্র জমি রক্ষা কমিটির হাত শক্ত হওয়ায়। কারণ অতীতে ওই অঞ্চলে পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে কার্যত অল আউট আন্দোলনে নেমেছিল জমি রক্ষা কমিটি। এর পাশাপাশি বাম কংগ্রেস জোটও এই নির্বাচন থেকে বেশ অনেকটাই অক্সিজেন পেল।