গ্রাম পঞ্চায়েতে ১২৫৪টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি ২৮৮টি আসনে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে। বামফ্রন্ট ১১০টি আসনের দখল নিয়েছে। ১৪ আসনে জয়ী আইএসএফ। কংগ্রেস জিতেছে ১৩৭ আসন। অন্যান্য দল গ্রাম পঞ্চায়েতে ৪৪টি আসনে জয়ী।
মঙ্গলবার সকালে গণনা শুরু হওয়ার পরই জেলায় জেলায় অশান্তির খবর সামনে আসে। এরপরই একাধিক জেলায় গ্রাম পঞ্চায়েতে শাসক দলের জয়ের খবর আসে। জেলায় জেলায় সবুজ আবির নিয়ে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা।