কড়া নিরাপত্তায় রাজ্যে শুরু পঞ্চায়েত ভোট। সকাল সাতটা থেকে জেলায় জেলায় শুরু হল ভোট গ্রহণ পর্ব। সরকারি সময় মতো বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই নির্বাচন। রাজ্যের ২২ টি জেলায় এই নির্বাচন হচ্ছে। দার্জিলিং ও কালিম্পঙ ভোট হচ্ছে শুধুমাত্র পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত রাজ্যে এসেছে ৬০০ কোম্পানি বাহিনী। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন নির্বাচনের দিন সকালেও বাহিনী আসবে রাজ্যে।
৬০,৫৯৩ টি বুথে চলবে ভোট। যদিও, ৬৫২ টি ভোট গ্রহণ কেন্দ্রের ১৪৩ টি বুথে এবারে ভোট হচ্ছে না। আধাসেনার সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিশও। অন্যদিকে, ভোট উত্তপ্ত বাংলায় বিগত কয়েক সপ্তাহ ধরে হিংসা কবলিত এলাকায় ঘুরতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এদিনও তিনি রাস্তায় থাকবেন জানিয়েছেন শুক্রবারই।
Bengal Panchayat Election: আজ পঞ্চায়েত নির্বাচন, অবাধ ও শান্তিপূর্ণ করাই লক্ষ্য কমিশনের
এদিকে ৮ জুন পঞ্চায়েত ভোটের ঘোষণা করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ১৫ জুন শুরু হয় মনোনয়ন জমা পর্ব৷ ২০ জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যদিও ৮ জুন থেকে ৭ জুলাই অবধি ২৯ দিনে হিংসা কবলিত বাংলায় প্রাক ভোটে ১৮ টি মৃত্যুর ঘটনা ঘটেছে, অসমর্থিত সূত্রে খবর এমনটাই৷ এখন দেখার, ভোটের ফল কী বলে৷ আগামী ১১ জুলাই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা।