ভোট যার যার। কিন্তু ভোটের বোঁদে, ছোলা, শরবত সবার। পঞ্চায়েত ভোটে যখন উত্তপ্ত গোটা বাংলা, রক্তাক্ত একাধিক জেলা। সেই সময় একেবারেই অন্যছবি দেখা গেল পুরুলিয়ায়। কার্যত শান্তিপূর্ণ ভাবেই ভোট পর্ব মিটল সেখানে।
শুধু শান্তিপূর্ণ নয়, ভোটের আবহে ভোটারদের জলখাবার দেওয়ার ছবি দেখা গেল বিভিন্ন শিবিরে। যে খাবার এল তৃণমূল, বিজেপি এমনকি নির্দল শিবির থেকেও। এই ছবি দেখা গেল আড়শা থেকে বলরামপুর। অযোধ্যা পাহাড় থেকে ঝালদা সর্বত্রই।
যে কোনও নির্বাচনেই ভোটারদের প্যাকেট প্যাকেট বোঁদে, ছোলা দেওয়ার রীতি আছে গ্রাম বাংলার বিভিন্ন এলাকায়। পঞ্চায়েত নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। আলাদা আলাদা রাজনৈতিক দল নিজেদের শিবির তৈরি করেছে। আর সেখানেই রাখা হয়েছে জলখাবার। যা পেয়ে যারপর নাই খুশি ভোটাররা।
আরও পড়ুন - WB Panchayet Election : নওদায় 'বোমাবাজি', মৃত্যু এক কংগ্রেস নেতার