গ্রাম পঞ্চায়েতে ৬৯৯ আসনে জয়ী তৃণমূল। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩২৫০টি আসনে এগিয়ে শাসকদল। গ্রাম পঞ্চায়েতে ১৯টি আসনে জয়ী সিপিএম। বিজেপি জিতেছে ৬৬টি গ্রাম পঞ্চায়েত ও কংগ্রেস ৪৮টি আসনে জয়ী। কালিম্পংয়ের তিনটি আসনে জয়ী গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।
গ্রাম পঞ্চায়েতে সিপিএম এগিয়ে ৭৪৩ আসনে। বিজেপি এগিয়ে ৯৪৬টি আসনে ও কংগ্রেস ১৬৭ আসনে এগিয়ে। ৩৩৭ আসনে এগিয়ে অন্যান্য দল। সকাল থেকেই গণনাকেন্দ্রে একের পর এক পঞ্চায়েত দখল করেছে শাসকদল তৃণমূল। বেলা বাড়তেই আরও জেলায় সাফল্য ঘাসফুল শিবিরের।