পঞ্চায়েত নির্বাচনের গণনার শেষ খবর অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে ৩০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে তৃণমূলে। এখনও পর্যন্ত ৩৩, ৩৬৮টি আসন জিতেছে ঘাসফুল শিবির। পঞ্চায়েত সমিতিতে ১১৯৫টি আসন ও জেলা পরিষদে ৪৬টি আসন শাসক দলের দখলে।
দ্বিতীয় দল হিসেবে শীর্ষে আছে বিজেপি। গ্রাম পঞ্চায়েতে ৫,৮৯৮টি আসন জিতেছে তারা। পঞ্চায়েত সমিতিতে ২টি আসন তাদের। গ্রাম পঞ্চায়েতে তিন নম্বরে আছে সিপিআইএম। ২০৯৫টি আসন তাদের দখলে। পঞ্চায়েত সমিতিতেও ৩টি আসন জিতেছে বামেরা। এছাড়া গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ১৪৫২টি ও অন্যান্য দল ১৪৮৯টি আসনে জিতেছে। ত্রিশঙ্কু হয়েছে ৬৮টি আসন।