পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীকে সমর্থন করায় এক ব্যক্তির বাড়িতে ঢুকে কুপিয়ে খুন দুষ্কৃতীদের। ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়ার বীরপুরে। মৃত ওই ব্যক্তির নাম খবির শেখ। রাতের খাবার খেতে বসেছিলেন। হঠাৎ বাড়িতে একসঙ্গে ১৫ জন লোক ঢুকে পড়েন। উঠোনে টেনে বাঁশ, লাঠি নিয়ে বেধড়়ক মারধর করে দুষ্কৃতীরা। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা আসেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে বেথুয়াডহরি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারের দাবি, হামলাকারীর প্রত্যেকেই শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শুক্রবার রাতে এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মোতায়েন করা হয়েছে বাহিনী।
আরও পড়ুন: তৃণমূলের জয়ী প্রার্থীকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তপ্ত মগরাহাট
নদিয়া জেলা তৃণমূল চেয়ারম্যান নাসিরুদ্দিন লালা জানান, যে কোনও মৃত্যুই বেদনাদায়ক। প্রত্যেক মৃত্যুর সঙ্গে রাজনীতি না জড়ানোই ভাল। এই ঘৃণ্য কাজের সঙ্গে তৃণমূল জড়িত নয়।