পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ কাণ্ডে পারিবারিক বিবাদের জের! কয়েক ঘণ্টার মধ্যে জখম কিশোরের মাকে গ্রেফতার। কয়েকবছর আগে রূপমের বাবা শুকদেব বল্লভের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ওই মহিলার। শুকদেবের অভিযোগের ভিত্তিতেই ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এই খবর জানিয়েছেন।
সোমবার পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনি এলাকায় বিস্ফোরণে মৃত্যু হয় রাজ বিশ্বাস নামে এক কিশোরের। তাঁর বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। এই ঘটনায় দুই কিশোর জখম হন। আহত রূপমের বাবা শুকদেব বল্লভের অভিযোগ, তাঁর সঙ্গে বিচ্ছেদের পর পাড়ার এক যুবককে বিয়ে করেন তাঁর স্ত্রী। গত শনিবার চিকিৎসার জন্য পান্ডুয়া আসেন। এদিন সকালে বিস্ফোরণের পর হাসপাতালে ছেলেকে দেখতেও যান। শুকদেবের অভিযোগ, ওই মহিলার বর্তমান স্বামী বিহারের হাতুড়ে চিকিৎসক।
এই গ্রেফতারের ঘটনায় প্রতিবেশীরাও বিষ্মিত। বোমা রাখা বা বিস্ফোরণে কতটা হাত রয়েছে, তা বুঝে উঠতে পারছেন না মহিলার বাপের বাড়ির পরিজনরাও। স্থানীয় সূত্রে জানা গিয়েচে, মাঠের ধারে একটি পুকুরের পাশে বোমা রাখা হয়েছিল। কিশোররা খেলতে গেলে বিস্ফোরণ হয়।
২০ মে পঞ্চম দফায় হুগলিতে ভোট। তার আগে বিস্ফোরণের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় পড়ে যায়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, "ভোটের দিন সন্ত্রাস করতেই বোমা মজুত করেছে তৃণমূল। তার বলি হয়েছে কিশোর।" প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিজেপি। শাসকদল তৃণমূলের পাল্টা দাবি, ভোটে পরাজয় নিশ্চিত জেনে সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। তার জেরেই এই দুর্ঘটনা।