সোমবার স্বামীর খুনে সিবিআই তদন্তের(CBI Investigation) দাবি করেছিলেন পানিহাটির(Panihati Murder) মৃত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভোলবদল। এবার সক্রিয় রাজনীতিতে(Active Politics) নামতে চান বলে জানালেন মীনাক্ষী দত্ত।
অনুপম-হত্যায়(Anupam Dutta Murder) জড়িতদের কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁর স্ত্রী মীনাক্ষী। পাশাপাশিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চেয়েছেন মীনাক্ষী।
আরও পড়ুন- BJP West Bengal: নির্বাচন পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ আদালতের
মীনাক্ষী দত্তের কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) মা। ওঁর কাছে আমার বিশেষ অনুরোধ, তাঁর সঙ্গে এক বার যেন আমি দেখা করতে পারি। আমার যা বলার ওঁকে বলব। আমার দু’টি সন্তান আছে। তাদের নিয়ে আগামিদিনে আমি কীভাবে চলব, তা মায়ের কাছ থেকে জানতে চাই।’’