পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় বারুইপুর থেকে আরও ৩ জনকে আটক করল ব্যারাকপুর কমিশনারেট। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কাউন্সিলর খুনে অস্ত্র সরবরাহ করা হয়েছিল বারুইপুর থেকে। তারপরই তাদের গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ্যে আনা হয়নি।
গত রবিবার সন্ধেবেলা পানিহাটিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত গুলিবিদ্ধ হন। সোমবারই ব্যারাকপুর পুলিশ আগরপাড়া থেকে মূল অভিযুক্ত অমিত মালব্যকে গ্রেফতার করে। ধৃতকে ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বারুইপুর থেকে সে অস্ত্র কিনেছিল। তারপরই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: ইউক্রেন থেকে ফেরা বাংলার পড়ুয়াদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, শুনবেন যুদ্ধের ভয়ানক অভিজ্ঞতা
সদ্য জয়ী তৃণমূল কাউন্সিলরকে কে খুনের পিছনে কারা আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন। সোমবার কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মানাক্ষী CBI বা CID তদন্তের দাবি করেছেন। CID আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনও করে এসেছেন।