স্কুল(School reopen in Bengal) খোলেনি ঠিকই, তবুও ক্লাসে ফিরল রাজ্যের কচিকাঁচারা। সৌজন্যে ‘পাড়ায় শিক্ষালয়’(Paray Shikkhalay) প্রকল্প। শাঁখ বাজিয়ে, কপালে চন্দনের ফোঁটা নিয়ে বাঁকুড়ায়(Bankura) আবার চেনা ছন্দে ফিরল কচিকাঁচারা। দীর্ঘ ২৩ মাস পর আবার চেনা গন্ডিতে ফিরে খুশি স্কুল পড়ুয়ারা(Students)। এতদিন বাদে আবার প্রথম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারা ক্লাসে ফেরায় খুশি শিক্ষক(Teacher) থেকে অভিভাবক(Guardian) সকলেই।
শুধু তাই নয়, দুপুরে দেওয়া হয় মিড-ডে মিলও(Mid Day Meal)। পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় নতুন খাতা-বই-পেন-পেনসিল।
আরও পড়ুন -Paray shikkhalay: শুরু হল 'পাড়ায় শিক্ষালয়', কচিকাঁচাদের কেউ প্রথমবার স্কুলে, জড়তা ভাঙছে শিশুদের
অতিমারির(Coronavirus) জেরে স্কুলের বদ্ধ জায়গা ছেড়ে খোলা জায়গায় পড়ুয়াদের ক্লাস চালুর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। পরে এই বিষয়ে বিস্তারিত জানান রাজ্যের স্কুলশিক্ষাসচিব।
উল্লেখ্য, সরকারি নির্দেশে বলা হয়েছিল, বড় মাঠ হলে ৮০ থেকে ১০০ জন পড়ুয়া, ছোট মাঠ হলে ৪০ থেকে ৫০ জন পড়ুয়া নিয়ে ক্লাস নিতে হবে। সেইমতো সোমবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হল কচিকাঁচাদের জন্য ‘পাড়ায় শিক্ষালয়’(Paray Shikkhalay) প্রকল্প।