অবশেষে স্কুলের মুখ দেখল কচিকাঁচারা। কেউ ক্লাস ওয়ান, কেউ টু - অথচ প্রথমবার সহপাঠীকে চিনছে। অনেকেরই জড়তা কাটেনি, কেউ প্রথম অচেনা পরিবেশে কেঁদে উঠছে, আবার খানিক পরেই মিশে যাচ্ছে নতুন বন্ধুদের সঙ্গে। সব মিলিয়ে বহু দিন পর চেনা ছবি কলকাতা এবং রাজ্যের অন্যান্য জেলায়।
আজ থেকেই বাংলায় শুরু হল পাড়ায় শিক্ষালয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগেই জানিয়েছিলেন, বাচ্চাদের টিকাকরণ না হয়ায় ক্লাসরুমে ক্লাস নয়, মাঠে বসে ক্লাস করবে শিশুরা। সেই মতোই শুরু হল স্কুল।