বেসরকারি স্কুলে ভর্তি (Private School Admission) করবেন ছেলে-মেয়েকে ? তাহলে মুচলেকা দেওয়ার জন্য তৈরি থাকুন । স্কুল সম্পর্কে সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে এমন কিছু লেখা বা বলা যাবে না, যাতে স্কুলের বদনাম হয় । এই মুচলেকা দিলে তবেই সন্তানকে ভর্তি করতে পারবেন অভিভাবকরা (Parents) । জানা গিয়েছে, বড় বড়, নামী একাধিক বেসরকারি স্কুল এখন ছাত্র ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের থেকে এই ধরনের মুচলেকা লিখিয়ে নিচ্ছে ।
কী কী লেখা থাকছে মুচলেকায় ?
জানা গিয়েছে, মোট সাতটি বিষয়ের উল্লেখ রয়েছে মুচলেকায় । প্রথম হল স্কুলের কোনও সিদ্ধান্তের সমালোচনা করা যাবে না । স্কুল বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া যাবে না । সংবাদমাধ্যমের কাছে স্কুলের বদনাম করা যাবে । সোশ্যাল মিডিয়াতেও স্কুলের বিরুদ্ধে কিছু লেখা যাবে না । এছাড়া, আরও অন্যান্য বিষয় উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে ।
আরও পড়ুন, Jangal Mahal News: জঙ্গলমহলে হাই অ্য়ালার্ট, পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা পরিদর্শনে রাজ্য পুলিশের ডিজি
কেন এই মুচলেকা ?
সম্প্রতি, ফি বৃদ্ধি নিয়ে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়েছে কলকাতার একাধিক নামী বেসরকারি স্কুল । এর জেরে পড়ুয়াদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে বেশ কয়েকটি স্কুলের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় । সেই তালিকায় ছিল জিডি বিড়লা, অশোক হলের মতো নামী স্কুল । তবে, ফের স্কুলগুলি খোলা হয়েছে । তবে পূর্ণ বেতন দেওয়া পড়ুয়ারাই শুধুমাত্র স্কুলে যেতে পারছে বলে জানা গিয়েছে । যাতে পরবর্তীকালে এই ধরনের বিক্ষোভের মুখে না পড়তে হয়, সেকারণেই একাধিক বেসরকারি স্কুল স্ট্যাম্প পেপারে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা লিখিয়ে নিচ্ছে ।