রাজ্য শিক্ষা দফতরের (State Education Department) উদ্যোগে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 'পাড়ায় শিক্ষালয়' (Local Shikshalayas) । কিন্তু, মাঠে-ঘাটে বাচ্চাদের পড়ানো হোক, চাইছেন না অভিভাবকরা । তাই এরই প্রতিবাদে আসানসোলের (Asansol) উমারানী মহিলা কল্যাণ প্রাইমারি স্কুলে বিক্ষোভ দেখাল অভিভাবকরা । তাঁদের দাবি, স্কুল থেকে অদূরে কোনও মাঠে ক্লাস করানো যাবে না । স্কুলের মাঠে কিংবা স্কুলেই পঠন-পাঠন করাতে হবে ।
অভিভাবকদের বক্তব্য, শিশুরা স্কুল বা স্কুল চত্বরের বাইরে গেলে যে কোনও দুর্ঘটনা ঘটতে পারে । তাঁদের সন্তানদের কোনও নিরাপত্তা থাকবে না । তাছাড়া, শীতকালে ঠান্ডার মধ্যে মাঠে-ঘাটে ছোট ছোট বাচ্চাদের পড়ানোর কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না তাঁরা । তাই তাঁদের দাবি, স্কুল চত্বর বা স্কুলের মধ্যেই ক্লাস করানো হোক । এদিন, এই দাবিতে স্কুলের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় তাঁরা । এরপর, স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী চট্টোপাধ্যায়ের কাছে একটি লিখিত আবেদন জমা দেন তাঁরা । উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানোর আশ্বাস দেন প্রধান শিক্ষিকা । এরপরেই বিক্ষোভ তুলে নেন তাঁরা ।
আরও পড়ুন, Education : 'পাড়ায় শিক্ষালয়' বসবে সপ্তাহে ছ'দিন, প্রতিটি শিক্ষালয়ে থাকবে ২০-২৫ জন পড়ুয়া
স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী চট্টোপাধ্যায় জানান, এই বিষয়ে তাঁদের কিছু করার নেই । সরকারের নির্দেশ মেনেই তাঁরা কাজ করছে । এরজন্য অভিভাবকদের লিখিত আবেদন জমা দিতে বলা হয়েছিল । তাঁরা আবেদন জমা দিয়েছে । তাঁদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে ।