প্রথমবার লকডাউনে অভাবের তাড়নাতেই নিজেদের শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছিলেন বাবা-মা। পরে যদিও সেই অভাব বদলে যায় অর্থ লোভে। এরপর মাস দেড়েক আগে এক পুত্রসন্তানকেও বেচে দেন ওই দম্পতি। এবার অভিযোগ, টাকার নেশায় আরও দুই শিশুকে বিক্রির চেষ্টা করছিলেন তারা। এই অভিযোগেই ওই দম্পতিকে গ্রেফতার করে হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। অভিযুক্তদের নাম রত্না বর এবং বিশ্বজিৎ বর।
এই শিশুপাচার দালাল চক্রে যুক্ত থাকার অভিযোগে শ্যামলী নস্কর নামে এক মহিলাকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাঁকরাইলের উলা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ এবং রত্না। স্ত্রীর বাড়িতেই থাকতেন বিশ্বজিৎ।
দেড় মাস আগে নিজেদের ছেলেকে তারা বিক্রি করেন নলপুরে, মেয়েটিকে বিক্রি করেন উলুবেড়িয়ায়। সন্তান বিক্রি করে বিপুল টাকার মুখ দেখেন দম্পতি। অভিযোগ, তারপরেই বাকি দুই শিশুকেও বিক্রির চেষ্টা করেন দম্পত্তি। পরশিদের কাছে এই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে৷