পুলিশ অফিসাররাও চমকে গিয়েছিলেন। এমনও সম্ভব। শখ মেটানোর জন্য নিজের একরত্তি সন্তানকে বিক্রি করলেন এক দম্পতি। আইফোন ১৪ (Iphone 14) কিনবে বলে আট মাসের সন্তানকে বিক্রি করে দিলেন তাঁরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)।
পুলিশ জানিয়েছে, সাথী নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জেরায় তিনি জানিয়েছেন, যে প্রতিবেশী এক মহিলার কাছে সন্তানকে বিক্রি করে দিয়েছেন তিনি। মহিলার কাছে সন্তানকে বিক্রি করে দিয়েছে। ওই মহিলার স্বামী জয়দেবকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রিয়াঙ্কা নামে এক মহিলাকে ওই বাচ্চাকে বিক্রি করা হয়েছে। আট মাসের ওই শিশুটিকে কিনতে ভালোই দাম দিয়েছেন তিনি।
আরও পড়ুন: স্টেশনে স্ত্রীকে পৌঁছে দিয়েই 'উধাও' স্বামী, মুর্শিদাবাদে গৃহবধূর রহস্যমৃত্যু
এক প্রতিবেশী পুলিশকে জানাবার পরই পদক্ষেপ করে পুলিশ। প্রতিবেশীরা পুলিশকে জানান, ওই দম্পতির অর্থাভাব ছিল। বাচ্চা হওয়ার পরেও তাঁদের অর্থাভাব ছিল। গত কয়েকদিন ধরে তাঁদের হাবভাবে বদল আসে। তাঁদের হাতে আইফোন হাতে ঘুরছিলেন তাঁরা। পোশাকেও পরিবর্তন এসেছিল। এরপরই পুলিশকে জানায় প্রতিবেশীরা।