মে মাস থেকে আর বেতন পাবেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। মঙ্গলবার স্কুল পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারই স্কুল শিক্ষা দফতর থেকে পাঠানো হয়েছিল কলকাতা হাই কোর্টের নির্দেশ। সেই নির্দেশের ভিত্তিতেই এদিন বৈঠকে বসেছিল মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্য়ালয়ের পরিচালন সমিতি। স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া জানিয়েছেন, জেলা স্কুল পরিদর্শক মারফৎ তাঁরা হাই কোর্টের নির্দেশ হাতে পেয়েছেন। তার ভিত্তিতে এদিন বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া হল।
স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি মামলার রায়ে কলকাতা হাই কোর্ট নির্দেশে ইতিমধ্যে মেখলিগঞ্জের ওই স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে অঙ্কিতাকে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা অঙ্কিতা ওই স্কুলে চাকরি করেছেন ৪১ মাস। সূত্রের খবর, এই সময়ে বেতন সহ অঙ্কিতার মোট আয় ১৬ লক্ষ টাকা। ইতিমধ্যেই এই টাকা দু কিস্তিতে ফিরিয়ে দিতে অঙ্কিতাকে নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো প্রথম কিস্তি সাতই জুন এবং দ্বিতীয় কিস্তি সাতই জুলাই ঠিক করা হয়েছে।
এদিন মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য অমিতাভ বর্ধন চৌধুরী জানান, হাইকোর্টের নির্দেশ স্কুলে পৌঁছেছে। তার ভিত্তিতেই বৈঠক হল। আনুষ্ঠানিক ভাবে স্কুলের পরিচালন সমিতির বৈঠকে অঙ্কিতার বেতন বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হল।