কলকাতায় আসবেন বলে মঙ্গলবার রাতেই পদাতিক এক্সপ্রেসে ওঠেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী (Paresh Chandra Adhikary)। বুধবার সকালে নির্দিষ্ট সময়েই ট্রেন শিয়ালদহতে পৌঁছেছে। তবে পরেশ পৌঁছননি। পদাতিক এক্সপ্রেস থেকে নামতে দেখা যায়নি পরেশ বা তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীকে (Ankita Adhikary)। রেলসূত্রে খবর ছিল, ট্রেনের এইচ ১ কামরায় সফর করছিলেন মন্ত্রী এবং তাঁর মেয়ে।
সূত্রের খবর, মন্ত্রী পরেশ শিয়ালদহে না নামলেও কলকাতায় আসছেন।অনুমান করা হচ্ছে বর্ধমানে ট্রেন থেকে নেমে সড়কপথে কলকাতা আসবেন তিনি। শোনা যাচ্ছে হাই কোর্টের একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে পাল্টা ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন মন্ত্রী পরেশ। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি কন্যা অঙ্কিতা অধিকারীকে অবৈধ ভাবে শিক্ষিকার চাকরি পাইয়ে দিয়েছেন। সোমবার সন্ধ্যায় হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ তাঁকে বলে, রাত আটটার মধ্যে কলকাতায় এসে সিবিআই গোয়েন্দাদের সামনে হাজিরা দিতে। সেই সময় নিজের এলাকায় প্রচারে ব্যস্ত ছিলেন পরেশ অধিকারী। বিষয়টি জানতে পেরে কিছু ক্ষণের মধ্যেই তিনি মঞ্চ ছাড়েন। পরে জানা যায়, বিমান না পেয়ে ট্রেনে কলকাতায় আসছেন পরেশ।