২১ জুলাইয়ের সমাবেশে ভাষণে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের নেতা, কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘‘বাড়িতে সিবিআই-ইডি (ED) এলে মুড়ি খাওয়াবেন!’’ তাঁর অভিযোগ ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সমাবেশের পরদিনই প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) বাড়ি-সহ রাজ্যের ১৩টি জায়গায় অভিযান চালায় ইডি। সেই ঘটনার প্রেক্ষিতে তৃণমূলনেত্রীর মন্তব্যের সূত্রে ইডি আধিকারিকদের কটাক্ষ করে পরেশ অধিকারী বলেন, ‘‘বাড়িতে থাকলেমুড়ি খাওয়াতাম।’’
CBSE Result: CBSE-র দ্বাদশের ফল প্রকাশিত, রেজাল্ট জানতে চোখ রাখুন এই ওয়েবসাইটগুলিতে
মেখলিগঞ্জে পরেশের বাড়িতে শুক্রবার সকালে অভিযান চালান ইডির আধিকারিকরা। এই প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘‘কলকাতায় আছি। বাড়িতে ফোন করেছিলাম। কিন্তু ওরা সব ফোন নিয়ে নিয়েছে। বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাই বুঝতে পারছি না কী হচ্ছে। আমি বাড়িতে থাকলে দিদির নির্দেশে মুড়ি খাওয়াতাম। কেন কেন্দ্রীয় সংস্থা আমার বাড়িতে গেল এ বিষয়ে আমি কিছুই জানি না।’’ সূত্রের খবর ইডির সাত-আট জনের একটি দল তল্লাশি চালাচ্ছে পরেশের বাড়িতে।
উল্লেখ্য, ২১ জুলাইয়ের মঞ্চে মমতা তাঁর দলের নেতা, কর্মীদের বলেছিলেন, ‘‘সিবিআই এলে বলবেন, আসুন আসুন বসুন। আসন পেতে দেবেন। সামনে গ্যাসের সিলিন্ডার রেখে দেবেন। সিবিআই-ইডি বাড়িতে এলে থালায় করে মুড়ি খেতে দেবেন।’’
পরেশের বিরুদ্ধে নিজের মেয়েকে অন্যায় ভাবে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সিবিআই ঘটনার তদন্ত করছে। হাই কোর্টের নির্দেশে পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছে।
শুক্রবার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের ও এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার বাড়িতেও অভিযান চালায়।