বাঙালি সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে আরও চাপে অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়াল। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তাঁকে তলব করে কলকাতা পুলিশ। সেই সমনের বিরুদ্ধে ফের কলকাতা হাইকোর্টে যান পরেশ। তিনি কেন আগাম জামিনের আবেদন করছেন না, তা বৃহস্পতিবার শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থা জানতে চান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরা নিয়ে তিনি ভেবে দেখতে পারেন বলে জানান বিচারপতি। বিচারপতি মান্থা এদিন স্পষ্ট করে দেন, তিনি রক্ষাকবচ নিয়ে কোনও সুবিধা দিতে পারবেন না পরেশ রাওয়ালকে। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বিচারপতি মান্থা ফের এই মামলা শুনবেন বলেই খবর।
ঘটনার সূত্রপাত গত বছর। বাঙালির মাছ খাওয়া নিয়ে গুজরাটের প্রচারে গিয়ে 'বিতর্কিত' মন্তব্য করে বসেন বিজেপির প্রাক্তন সাংসদ পরেশ রাওয়াল। এরপরই সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুন- Gold Price Today: বাজেটের পরেই লাফিয়ে বাড়ল সোনার দর, কলকাতায় কত হল দাম?
রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (দাঙ্গা সৃষ্টি), ১৫৩এ (দুই গোষ্ঠীর মধ্যে হিংসার উস্কানি), ১৫৩বি (জাতিবিদ্বেষে উস্কানি), ৫০৪ (শান্তিভঙ্গে উস্কানি) এবং ৫০৫ (অশালীন মন্তব্যের জেরে উস্কানি) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।