Park Circus Firing : এলোপাথাড়ি গুলি, বাইক থেকে ছিটকে পড়লেন রিমা, পার্ক সার্কাসের CCTV ফুটেজ প্রকাশ্যে

Updated : Jun 11, 2022 15:02
|
Editorji News Desk

দুপুরবেলা । পার্ক সার্কাসের (Park Circus Firing) লোয়ার রেঞ্জ রোড । দু-একটা গাড়ি চলাচল করছে । আশেপাশের দোকানে, বা বাড়ির নীচে লোকজন দাঁড়িয়ে । সবই স্বাভাবিক ছিল । কিন্তু, একটা ঘটনা মুহূর্তে বদলে দেয় পরিবেশটা । আচমকা গুলির শব্দে ছোটাছুটি শুরু করে লোকজন । ঠিক, সেইসময় ওই রোড ধরে এজেসি বসু রোড উড়ালপুলের দিকে আসছিল একটি অ্যাপ-নির্ভর বাইক । আচমকাই বাইকের পিছনে বসা মহিলার মাথা থেকে হেলমেট ছিটকে পড়ে রাস্তায় । সঙ্গে সঙ্গে বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়েন রিমা সিংহ নামে ওই মহিলা । প্রকাশ্যে এল পার্ক সার্কাসের গুলি (Park Circus Firing) চালানোর ঘটনার সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ (Park Circus Firing CCTV Footage) ।

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ লোয়ার রেঞ্জ রোড দিয়ে যাচ্ছিলেন পেশায় ফিজিওথেরাপিস্ট রিমা । সেই সময় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্ট ডিউটিতে থাকা ছোডুপ লেপচা পথচারীদের দিকে বন্দুক উঁচিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন । একটি গুলি এসে লাগে রিমার মাথায় । তড়িঘড়ি রিমাকে নিকটবর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন, Howrah Violence : হাওড়ার বিক্ষোভ থামাতে আরও কড়া প্রশাসন, উলুবেড়িয়া মহকুমায় জারি ১৪৪ ধারা
 

মাসখানেক বাদেই বিয়ে হওয়ার কথা ছিল হাওড়ার দাশনগরের ১৩৩ নম্বর ফকির মিস্ত্রি বাগানের বাসিন্দা রিমা সিংহের। শুক্রবার তাঁর সঙ্গে দেখা করতে রিমার বাড়িতে পৌঁছন হবু স্বামী প্রবীর রায়। রিমা তখন বাড়ি ফিরছিলেন । কিন্তু, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায় ।

মাত্র একবছর আগেই চাকরি পেয়েছিলেন কালিম্পঙের বাসিন্দা চোডুপ(Chodup Lepcha)। কাজ করতেন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর পঞ্চম ব্যাটালিয়নে। সপ্তাহখানেক আগে আরও অনেকের সঙ্গে তাঁকেও বেকবাগানের(Beck Bagan firing) কাছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টের নিরাপত্তা রক্ষার দায়িত্বে বহাল করা হয়েছিল। মানসিক অবসাদ থেকেই কি এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন পার্ক সার্কাসের(Park Circus firing) মৃত নিরাপত্তারক্ষী? এমন প্রশ্নই এখন ভাবাচ্ছে শহরবাসীকে।

CCTV footagePark Circus firingPark Circus

Recommended For You

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু

editorji | লোকাল

Howrah Police : রাতে মধ্য হাওড়ায় গাড়ির মধ্যে গুলি, গুলিবিদ্ধ পুলিশ অফিসার, আটক এক মহিলা