আগামী শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। বুধবার এই কথা জানিয়ে দিল ইডি-র বিশেষ আদালত। এর আগে ইডির আইনজীবীরা আদালতে জানিয়েছিলেন, তদন্তে সহযোগিতা করছেন না পার্থ। তাঁদের কথায়, "উনি তো হেফাজতে নেওয়ার পর হাসপাতালেই ছিলেন দু'দিন"। পার্থকে জেরা করার জন্য যথেষ্ট সময় তাঁরা পাননি বলেও দাবি করেন ইডি-র আইনজীবীরা। অন্যদিকে, পার্থ-র আইনজীবীরা জানান, "পার্থ-র কাছ থেকে কিছু না পাওয়া সত্ত্বেও তাঁকে জেরা করা হয়েছে। তাঁকে জামিনের অনুমতি দেওয়া হোক।" তাঁরা এই কথাও বলেন, "আদালত যদি অনুমতি দেয়, তবে বড়জোর পার্থকে আর দু’দিনের জন্য হেফাজতে নিতে পারে ইডি। তার বেশি নয়।"
উল্লেখ্য, পার্থ-অর্পিতাকে আদালতে ইডি হেফাজতে চাইতে পারে বলে জল্পনা ছিল আগে থেকেই। সূত্রের খবর, ১০ দিনের হেফাজতে পার্থ বার বার ইডিকে সময় এলে সব বলবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু, ইডি-র আধিকারিকরা তাতে সন্তুষ্ট নন। তাঁদের স্পষ্ট অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবারই জোকা হাসপাতালে পার্থকে লক্ষ্য করে জুতো ছুঁড়েছিলেন এক মহিলা। সূত্রের খবর, বুধবারও আদালতে ঢোকার মুখে পার্থকে লক্ষ করে বিরূপ মন্তব্য করতে শোনা গিয়েছে আদালত চত্বরে উপস্থিত কয়েকজনকে।