মঙ্গলবার ফের পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট (Partha Chatterjee-Arpita Mukherjee Medical Test) করা হবে । গত রবিবারই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্ট করা হয়েছিল তাঁদের । কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী, ইডি (ED) হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘন্টা অন্তর পার্থ ও অর্পিতার মেডিক্যাল টেস্ট করতে হবে । সেই নির্দেশ অনুযায়ী, আজ,অর্থাৎ মঙ্গলবার ফের দু'জনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।
রবিবারই পার্থ চট্টোপাধ্যায় জোকার হাসপাতালে ঢোকার মুখে বিপুল টাকার উৎস নিয়ে মুখ খুলেছিলেন । বলেছিলেন, তাঁর কোনও টাকা নেই । তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । সময় এলেই সব জানা যাবে বলে জানিয়েছিলেন তিনি । সেক্ষেত্রে আজ, মঙ্গলবার ফের এই বিষয়ে পার্থ মুখ খোলেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই । এদিন, পার্থর পাশাপাশি কি অর্পিতাও মুখ খুলবেন ? সেদিকে নজর থাকবে সকলের ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত রয়েছে । ইডি সূত্রে খবর, হেফাজতে পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে সবমিলিয়ে প্রায় ৫০ ঘণ্টা জেরা করা হয়েছে। এখনও পর্যন্ত অর্পিতার থেকে প্রয়োজনীয় অনেক তথ্য পেলেও পার্থ সেভাবে সহযোগিতা করছেন না বলেই অভিযোগ তদন্তকারীদের ৷
ইডি সূত্রে জানা গিয়েছে, গত সাত দিনে দু' জনকে জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়াটিই ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে ৷ পার্থ এবং অর্পিতা যখন লক আপের ভিতরে থাকছেন তখন তো বটেই, জিজ্ঞাসাবাদের জন্য যখন তাঁদের বাইরে আনা হচ্ছে সেই সময়ও দু'জনের যাবতীয় গতিবিধি ক্যামেরাবন্দি করা হচ্ছে ৷ এমনকি পার্থ- অর্পিতা কী খাচ্ছেন সেটাও ক্যামেরায় তোলা থাকছে।