‘‘তৃণমূল আবার সর্বভারতীয় তকমা ফিরে পাবে।’’ বৃহস্পতিবার নগর দায়রা আদালতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন বহিষ্কৃত তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। তবে অভিষেকের দুর্নীতি বক্তব্য নিয়ে নীরব রইলেন পার্থ চট্টোপাধ্যায়।
মহাসচিবের পদ খুইয়েছেন তিনি। কিন্তু দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেননি এখনও। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সিবিআই মামলার শুনানির জন্য তাঁকে আনা হয় নগর দায়রা আদালতে। তখন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন দুর্নীতিগ্রস্তদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এর উত্তরে তিনি নীরব থাকেন বলেই খবর।