এবার পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee Arrested)। সোমবার আলিপুর আদালতে আসার পথে তিনি জানান, এবারের ভোটেও জিতবে তৃণমূল। যদিও দল থেকে অপসারিত এই নেতার (Partha Chatterjee Arrested) বক্তব্যেই স্পষ্ট তিনি এখনও তৃণমূলের পাশেই আছেন।
রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর পর পার্থর ডানা ছাঁটা শুরু করে তৃণমূল (TMC)। প্রথমেই দলের মহাসচিব পদ থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে অপসারিত করে দল। এমনকি বিতর্ক এড়াতে মহাসচিব পদটাই তুলে দেওয়া হয়। এরপরেই তাঁর এবং বান্ধবী অর্পিতার (Actress Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে টাকার পাহাড় বেরোতেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর থেকে জেল হেফাজতেই দিন কাটছে পার্থর। সোমবার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় আলিপুর আদালতে (Alipore Court)।
আরও পড়ুন- NRS News: গলায় ত্রিশূল এফোঁড় ওফোঁড়, চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বাঁচল যুবক
সোমবার গাড়ি থেকে আদালতে নামার পর পার্থের (Partha Chatterjee Arrested) দিকে উড়ে আসে প্রশ্নবাণ। পুলিশি ঘেরাটোপে তিনি কোনওরকমে আদালতের ভেতরে ঢুকে যান। কিন্তু ফিরতি পথে লকআপ থেকে কোর্টরুমে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ তৃণমূলের (TMC) পক্ষেই সায় দেন। তাঁকে (Partha Chatterjee Arrested) জিজ্ঞেস করা হয়, পঞ্চায়েত ভোটে কে জিতবে? স্বল্প কথায় পার্থ জানান, ‘‘তৃণমূল, তৃণমূল’’।