'পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) খুব ভাল মানুষ । উনি কষ্টে আছেন । ' আর তাই তাঁরাও ভাল নেই । আজ, আলিপুর জাজেস কোর্টে আসা বিভিন্ন মামলায় প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) বন্দি আবাসিকদের একাংশের মুখেই এমন কথা শোনা গেল । উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন । তাঁরই কয়েকজন সহবন্দীকে পার্থর প্রতি সহমর্মিতা প্রকাশ করতে দেখা গেল । যদিও সংশোধানাগারের আবাসিকদের একাংশের দাবি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জেলে থাকায় তাঁদের নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
আবার বন্দীদের একাংশের অভিযোগ, পার্থ যখন প্রেসিডেন্সি জেলে ঘোরাফেরা করেন তখন বাকি বন্দিদের সেলের মধ্যে আটকে রাখা হয়। অনেক সময় পার্থের জন্য তাঁরা নিজের খুশি মতো সেলের বাইরে থাকতে পারেন না ।
আরও পড়ুন, Partha Chatterjee: আদালতে পার্থ, মুখে হাসি নিয়ে সহকর্মীদের বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানালেন
গ্রেফতারির পর দল তাঁর সঙ্গে দূরত্ব বাড়ালেও সতীর্থদের ভুলতেই পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সিবিআই আদালতে ঢোকার আগে দলীয় কর্মীদের বড়দিন ও নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার পার্থ-সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৭ জনকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করার কথা। সেই মতোই বেলা ১১টা নাগাদ পার্থকে আলিপুরের আদালতে নিয়ে আসা হয়। আদালতের বাইরে পুলিশের গাড়ি থেকে নামতেই খোশ মেজাজেই দেখা যায় তাঁকে ।