জেলের অলিন্দে সব খবরই একটু দেরিতে পৌঁছায়। বৃহস্পতিবার অনুব্রত মন্ডল গ্রেফতারের বেশ কিছু সময় পর বিকেলের দিকে এই খবর পান পার্থ চট্টোপাধ্যায়। সে সময় প্রেসিডেন্সি সংশোধনাগারে নিজের দু’নম্বর সেলের বাইরে হাঁটাচলা করছিলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই খবরে বিচলিত পার্থর প্রশ্ন, অনুব্রত কি এই জেলেই আসবে? কারারক্ষীরা তাঁর কানে এই খবর পৌঁছে দিতেই অবাক হয়ে যান তৃণমূলের একসময়ের 'নম্বর টু'।
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় গত ২২ জুলাই শুক্রবার পার্থর নাকতলার বাড়িতে নাটকীয় ভাবে হানা দিয়েছিল ইডি। সেদিন সকালে সাড়ে সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনী দিয়ে পার্থর বাড়ি ঘিরে ফেলে তদন্তকারী সংস্থা। সেদিনই মাঝরাতে তাঁকে গ্রেফতার করা হয়। ২৩ জুলাই, শনিবার সকালে পার্থকে বাড়ি থেকে বার করেন তদন্তকারীরা। তারপর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে রাশি রাশি টাকা-গয়না-সম্পত্তির নথি উদ্ধারের দৃশ্য দেখেছেন রাজ্যবাসী। সেই পার্থ-অর্পিতার বর্তমান ঠিকানা সংশোধনাগার।
আরও পড়ুন- Anubrata Mondal: সাড়ে সাত ঘণ্টায় আসানসোল থেকে কলকাতা, গভীর রাতে অনুব্রতকে নিজাম প্যালেসে আনল সিবিআই
এই ঘটনার ২০ দিনের মাথায় খানিকটা একই কায়দায় অনুব্রতকে পাকড়াও করল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার রাখির দিন সকালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বোলপুরে তৃণমূলের কেষ্টর বাড়ি ঘিরে ফেলেন সিবিআই আধিকারিকরা। ঘণ্টাখানেক পর গরুপাচার মামলায় তৃণমূলের ‘দাপুটে নেতা’কে আটক করে গাড়িতে তোলেন তাঁরা। বর্তমানে ১০ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত।