মানিক গ্রেফতার হতেই ফের চর্চায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড। সামনে এসেছে একাধিক তথ্য। অভিযোগ, মানিকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ পেলেও কোনও ব্যবস্থা নেননি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জনৈক ব্যক্তি পার্থকে হোয়াটসঅ্যাপে মানিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ জানান।
জানা গিয়েছে, কোভিডকালে মানিকের বিরুদ্ধে প্রাইভেট কলেজ পিছু ৫০০ টাকা করে তোলার অভিযোগ আনেন ওই ব্যক্তি। এমনকি টাকা দিতে অনিচ্ছুক কলেজকে হুমকি দেওয়া হয় বলেও পার্থকে জানান ওই ব্যক্তি। অভিযোগ, নদিয়ায় টেটের ইন্টারভিউয়ের পর চেয়ারম্যানকে সাইন করা ফাঁকা ডকুমেন্ট মাস্টার শিট জমা দিতে নির্দেশ দেন মানিক। কিন্তু এরপরেও পার্থ মানিকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওই মেসেজ ফরোয়ার্ড করেন বলে জানায় ইডি। তবে কাকে তা ফরোয়ার্ড করা হয়, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ুন- Manik Bhattacharya News Update: ঠিক কী কী অভিযোগে গ্রেফতার মানিক ভট্টাচার্য? জানেন কী?
আগেই আদালতে চার্জশিট জমে দেয় ইডির। সেখান থেকেই মানিক-পার্থর হোয়াটসঅ্যাপ কথোপকথন সামনে আসে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি ১০ মিনিট কথা বলতে চেয়েছিলেন মানিক ভট্টাচার্য।