স্বাধীনতা দিবস (Independence Day 2022) এবার জেলেই কাটবে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) । এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ রয়েছেন প্রেসিডেন্সি জেলে । জেল সূত্রে জানা গিয়েছে,আজ, জেলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেন পার্থ । ঋষি অরবিন্দের জন্মদিন উপলক্ষে প্রেসিডেন্সির (Presidency Jail) ঋষি অরবিন্দ সেলেও যেতে পারেন তিনি । জেল সূত্রে খবর, সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পার্থই ।
১৫ অগাস্ট প্রায় সব জেলেই স্বাধীনতা দিবস পালন করা হয় । স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে প্রেসিডেন্সি জেলেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সেই অনুষ্ঠানেই অন্যান্য বন্দীদের সঙ্গে উপস্থিত থাকতে পারেন প্রাক্তন মন্ত্রী । স্বাধীনতা দিবসের পাশাপাশি এদিন ঋষি অরবিন্দের জন্মদিনও । সোমবার তাঁর জন্মের সার্ধশতবর্ষ । প্রেসিডেন্সি জেলে দীর্ঘদিন ছিলেন ঋষি অরবিন্দ । সেখানে তাঁর নামে একটি সেলও রয়েছে। প্রতি বছরই সেই সেলে অরবিন্দের জন্মদিন পালিত হয় । এবারও সেখানে অরবিন্দের জন্মদিন পালন করা হবে । শনিবার চিকিৎসকের কাছে যাওয়ার সময় এই সেলের সামনে দিয়েই যেতে হয়েছে পার্থকে। জানা গিয়েছে, তার পরই অরবিন্দের জন্মদিনের অনুষ্ঠানে, সেখানে যাওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । সেই অনুরোধের মান্যতা দিতে পারে জেল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন, Hooghly News : চুঁচুড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৮
জেলে অফুরন্ত সময় । তাই এই সময়টা সাহিত্যেই মনোনিবেশ করতে চাইছেন তিনি । জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Jail) তাঁর জন্য এসেছে মহাশ্বেতা দেবী অমনিবাস। তাঁর জন্য আনা হয়েছে খাতা ও কলমও। তিনি মনোনিবেশ করেছেন রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতে ।