কলকাতায় নামকরা যে পুজোগুলো হয় তার মধ্যে অন্যতম বড় পুজো নাকতলা উদয়ন সংঘ। ওই পুজো কমিটির মধ্য়ে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু বর্তমানে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে বন্দি রয়েছেন। ফলে স্বভাবিকভাবে চলতি বছরের পুজো কমিটি থেকে নাম বাদ গেছে পার্থ চট্টোপাধ্যায়ের। এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে আবেগে ভাসলেন প্রাক্তন মন্ত্রী। মান্না দে-র গানের লাইনে জবাব দেন তিনি। তাঁর কথায়, পাথরে নাম লিখলে ক্ষয়ে যেতে পারে, হৃদয়ে নাম লিখলে রয়ে যাবে।
চলতি বছর থেকে নাকতলা উদয়ন সংঘের পুজোয় নাম এসেছে অরূপ বিশ্বাসের। এবিষয়ে পার্থবাবুর জবাব, অরূপ অত্যন্ত দক্ষ সংগঠক। খুবই ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত তাঁর।
Read More- পরিস্থিতির শিকার পার্থ, আলিপুর আদালতে দাঁড়িয়ে বললেন শোভন
চাকরি দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। জেলে যাওয়ার পর থেকে এক এক করে ক্ষমতা কমানো হয়েছে। এবার পুজো কমিটি থেকেও নাম বাদ গেল পার্থ চট্টোপাধ্যায়ের।