প্রায় ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সোমবার গভীর রাতে ইডি দফতর ছাড়েন পার্থর মেয়ে-জামাই। জানা গিয়েছে, প্রয়োজন পড়লে ফের তলব করা হবে সোহিনী-কল্যাণময়কে।
পার্থ গ্রেফতার হতেই একাধিকবার ইমেল মারফত প্রাক্তন শিক্ষামন্ত্রীর মেয়ে-জামাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ইডি। বার বার তলব পেয়েও তাঁরা সাড়া দেননি বলেই অভিযোগ। সম্প্রতি, বিদেশ থেকে ফিরে নিজেই ইডির সঙ্গে যোগাযোগ করেন পার্থ-জামাতা। এরপর তাঁকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে।
আরও পড়ুন- Partha-Arpita : অর্পিতার বোনকেও চাকরি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ! চার্জশিটে দাবি ইডির
ইডি সূত্রে খবর, পার্থ-পত্নী প্রয়াত বাবলি চট্টোপাধ্যায়ের নামে পিংলার বেসরকারি স্কুল সম্পর্কে সোহিনী-কল্যাণময়ের কাছে তথ্য চান তদন্তকারীরা। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই আন্তর্জাতিক স্কুল প্রথম থেকেই গোয়েন্দাদের নজরে রয়েছে। পাশাপাশি, সোহিনী-কল্যাণময়ের একাধিক সম্পত্তি সম্পর্কেও তথ্য চান তদন্তকারীরা।