পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) স্ত্রীর (Babli Chatterjee) নামে তৈরি স্কুল (BCM International School) নিয়ে এখন রাজ্য রাজনীতিতে জোর বিতর্ক। স্কুল তৈরিতে এত টাকা কোথা থেকে এল তা জানতে চেয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন। সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।
পশ্চিম মেদিনীপুরে পিংলার প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে আধুনিক পরিকাঠামোর ‘বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল’। স্কুলটি গড়ে তোলা হয়েছে ‘বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ফাউন্ডেশন’-এর সহায়তায়। উল্লেখ্য, বাবলিদেবী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী। তাঁর নামেই সাড়ে তিন একর জমিতে গড়ে ওঠা ওই ইংরেজি মাধ্যম স্কুলের নামকরণ হয়েছে। সূত্রের খবর, স্কুলটি তৈরি করেছেন পার্থবাবুর জামাই কল্যাণময় ভট্টাচার্য। এজন্য তিনি তাঁর মামা কৃষ্ণচন্দ্র অধিকারীর কাছ থেকে জমি লিজ়ে নিয়েছেন। গত বছর এপ্রিল থেকে স্কুলটি চালু হয়েছে।
Partha Chatterjee left Nizam Palace: সাড়ে ৮ ঘণ্টার ম্যারাথন জেরা, নিজাম প্যালেস থেকে বেরোলেন পার্থ
এই স্কুল নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইট করেছে ওই স্কুল তৈরি সম্পর্কে কিছু ‘তথ্য’ দিয়েছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিক বৈঠকে প্রশ্ন করেছেন , ‘‘প্রত্যন্ত গ্রামে এত টাকা দিয়ে যে স্কুল হল, তার উৎসটা কী?’’ তবে পিংলার বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি বলেন, ‘‘জামাই যদি শাশুড়ির নামে স্কুল করেন তবে তা অন্যায় নয়। জামাইয়ের স্কুল মানেই সেখানে শ্বশুরের টাকা থাকবে এমনটাও নয়।’’