ফের আদালতে জামিনের আর্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আদালতেই কাঁদো কাঁদো গলায় আর্জি জানান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিজের অবস্থা বিবেচনা করে বিচারককে জামিনের আর্জি জানান পার্থ।
শুক্রবার প্রত্যাশামতোই পার্থকে হেফাজতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এসএসসি নিয়োগ দুর্নীতিতে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, পার্থকে নিজেদের হেফাজতে পেলে পার্থ-কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই।
অন্যদিকে, শুক্রবার আলিপুর আদালতে দু’পক্ষের সওয়াল-জবাব চলাকালীন উঠে দাঁড়ান পার্থ চট্টোপাধ্যায়। নিজের পরিস্থিতির কথা জানিয়ে জামিনের জন্য কাতর আবেদন করেন তিনি। তিনি বলেন, ‘‘আমার ভূমিকা কী? প্রাথমিক বোর্ড কিংবা এসএসসি স্বয়ংশাসিত দফতর। তারা প্রার্থীদের চয়ন করত। আমি অর্থনীতিতে স্নাতক।’’ পার্থর আরও দাবি, তিনি অসুস্থ, সারাদিনে প্রচুর ওষুধ খান তিনি। তাঁকে সাহায্য করার কেউ নেই।