নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতকে পার্থর জামিনের মামলার দ্রুততার সঙ্গে শোনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ১০ দিন পরে এই মামলার পরবর্তী শুনানি।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ জানায়, পার্থের জামিনের মামলা দ্রুততার সঙ্গে নিয়মিত শুনতে হবে নিম্ন আদালতকে।
পার্থের আইনজীবী মুকুল রোহতগির সওয়াল, পার্থের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানে সর্বোচ্চ সাজা সাত বছর। তাঁর মক্কেল ইতিমধ্যে দু’বছরের বেশি জেলে রয়েছেন।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২০২২ সালের ২৩ জুলাই ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় ২২ কোটি টাকা, প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। পরে অর্পিতা এবং পার্থর অন্যান্য ফ্ল্যাট থেকে সব মিলিয়ে প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
এসএসসিতে নিয়োগের মামলায় ইডি-র পর সিবিআইও গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে। এ বার প্রাথমিকে নিয়োগের মামলাতেও পার্থর গ্রেফতারির সম্ভবনা রয়েছে বলে জল্পনা বাড়ে। প্রসঙ্গত, ইডি-র করা মামলার বিরুদ্ধে গত ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন পার্থ।