এবার কুণাল ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কুণাল ঘোষকে আগেই দল থেকে তাড়ানো উচিত ছিল।
বুধবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে কুণাল ঘোষকে। ওইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই দল জানত, পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে টাকা তোলা হচ্ছে। শুক্রবার এবিষয়েই পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কুণালের বিরুদ্ধে বিষোদ্গার করেন পার্থ চট্টোপাধ্যায়।
কী বলেন?
এদিন সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কুণাল ঘোষকে অনেক আগেই দল থেকে তাড়ানো উচিত। সে যা ক্ষতি করেছে দলকে বিরোধী দল এত ক্ষতি করেনি।
যদিও পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্য খুব একটা আমোল দিতে চাননি কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, "যিনি চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন সে যখন কিছু বলছেন তারমানে বুঝতে হবে আমি সঠিক পথেই রয়েছি।"