পুরভোটে দলীয় টিকিট না পেয়ে যাঁরা নির্দল প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের। অবিলম্বে ৪৮ ঘণ্টার মধ্যে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, "নির্দেশ মতো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করা হলে দলীয় নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কল্যাণীতে পুরভোটের প্রার্থীদের সঙ্গে দেখা করতে যান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই বিক্ষুদ্ধ তৃণমূল নেতাকর্মীদের এই নির্দেশ দিয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেক তৃণমূল কর্মীকে দলীয় অনুশাসন মেনে চলতে হবে। দল যাকে উপযুক্ত মনে করেছে তাকেই প্রার্থী করেছে। প্রকৃত তৃণমূল কর্মী হিসাবে প্রত্যেককে তা মেনে নিতে হবে। দল উপযুক্ত মনে করলে তাকেই প্রার্থী করেছে দল। তৃণমূল কর্মী হিসেবে প্রত্যেককে তা মেনে নিতে হবে। তা না হলেই ব্যবস্থা নেবে দল।
আরও পড়ুন: বিধাননগরের মেয়র কে ? জিতেই মমতার কাছে সব্যসাচী-কৃষ্ণা
তিনি বলেন, "২৭ ফেব্রুয়ারি পৌরসভার নির্বাচনে দলের পক্ষ থেকে জেলার মাধ্যমে যে তালিকা পাঠিয়েছিলাম, যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করছেন, তারা ছাড়া যারা নির্দল হিসেবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন, তাদেরকে অনুরোধ করেছি নাম প্রত্যাহার করে নিন। অনেকেই নাম প্রত্যাহার করেছেন। আমরা ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ভাবে প্রার্থীর সমর্থনে তারা আবেদন জানাবেন। যদি আবেদন না জানান, তবে সেই সমস্ত চিহ্নিত নেতা বা কর্মীরা যারা দাঁড়িয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব।"