দোহারা চেহারা, ফ্রেঞ্চকাট দাড়ি, টানটান ইস্ত্রি করা পাঞ্জাবি চোখে চৌকো ফ্রেমের চশমা। এই সাজেই দেখা মিলত প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা একসময়ের তৃণমূলের দাপুটে নেতা পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে বেশ কয়েকমাস হাজতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। চেহারায় এসেছে আমূল পরিবর্তন। একাধিকবার অসুস্থও হয়ে পড়েছেন তিনি। এবার প্রেসিডেন্সি জেলেই ব্যায়াম এবং শরীরচর্চা করার ইচ্ছা প্রকাশ করেছেন পার্থ, তাঁর স্বাস্থ্যের উন্নতির জন্য চিকিৎসকরাও এতে মত দিয়েছেন বলে জানা যাচ্ছে।
West Bengal Weather Update: দোলে হাঁসফাঁস গরমের আভাস, চড়ছে পারদ
কারা দফতর সূত্রে খবর, দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে যোগ-ব্যায়াম করতে চেয়ে আবেদন করেন। জেলে দুই ভাবে ব্যায়াম করার ব্যবস্থা আছে। নয় সেলে এসে প্রশিক্ষক ব্যায়াম শিখিয়ে যাবেন, অথবা অন্যান্য বন্দিদের সঙ্গেই করতে হবে। নিরাপত্তার কথা ভেবে প্রথম পদ্ধতিতেই সম্মতি দিয়েছে প্রেসিডেন্সি জেল।