ট্রেনে সহযাত্রী সঙ্গে বচসা। রাগ মেটাতে চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসে। অন্য এক সহযাত্রীর রেকর্ড করা ভিডিয়োর ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝামাঝি জায়গায় এই ঘটনাটি ঘটে। আহত ওই যাত্রীর নাম সজল শেখ। ইতিমধ্যেই তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ওই যাত্রীর অবস্থা আশঙ্কা জনক।
গুরুতর আহত যাত্রী সজলের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার সুঁদিপুরে। ট্রেনে ঘটে যাওয়া মর্মান্তিক ওই ঘটনা তৃতীয় এক যাত্রী মোবাইলে ক্যামেরা বন্দী করেন। এরপর মূক ও বধির ওই যাত্রী ট্রেন থেকে মুরারই থানায় গোটা ঘটনা জানান এবং ভিডিইয়োটি পুলিশের হাতে তুলে দেন। ওই যাত্রীর তথ্যের ভিত্তিতেই সজলকে উদ্ধার করা হয়েছে। তবে, ঘটনার লিখিত কোনও অভিযোগ শনিবার মধ্যরাত পর্যন্ত দায়ের হয়নি। ভিডিয়ো দেখেই অভিযুক্তকে খুঁজছে পুলিশ।