আদর্শ গ্রামের শিল্পীদের ঘর তৈরি করে উপহার দিল রাজ্য সরকার। কিন্তু ঘরের গুণগত মান নিয়ে সংশয়ে শিল্পীরা। বৃষ্টি বাদলায় ঘর টিকবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না অনেকেই। সব মিলিয়ে নতুন ঘর পেয়েও মুখে হাসি নেই বাঁকুড়ার পটচিত্রশিল্পীদের।
বাঁকুড়ার ভরতপুরকে আগেই পটচিত্র শিল্পীদের আদর্শ গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছিল। এবার ১৫ টি শিল্পী পরিবারের জন্য তৈরি হল মডেল হাউস। বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন সেগুলির। তারপর শিল্পী পরিবারদের হাতে ঘরের চাবি তুলে দেন বাঁকুড়া জেলার জেলাশাসক কে রাধিকা আইয়ার।
কিন্তু মডেল ঘর নিয়ে একগুচ্ছ অভিযোগ শিল্পীদের। কেউ বলছেন, বাড়ির ঢালাই ভালভাবে হয়নি, ঘর মজবুত নয়, বর্ষায় আদৌ থাকা যাবে না এই ঘরে। চাবিও হাতে পাননি বলছেন অনেকেই।